Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মে ২০২৩

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-05-23

 

 

 

সম্মানিত হজযাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও হজ ফ্লাইট পরিচালনা করছে। এবছর চট্টগ্রাম থেকে বিমানের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি৩৪০১ আজ মঙ্গলবার ২৩শে মে ভোর ০৩:৫০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে। ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় সকাল ০৭:৫০টায়। এবছর চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৩টি এবং চট্টগ্রাম-মদিনা রুটে ০৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন, মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব তাহেরা খন্দকার, হাব এর চট্টগ্রাম অঞ্চলের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহ আলম, আটাব এর চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান জনাব মোঃ আবু জাফর। এছাড়াও সম্মানিত হজযাত্রীদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিমান ও সিভিল এভিয়েশনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের মানুষের সুবিধার্থে বিমান এখান থেকে সরাসরি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে।” তিনি চট্টগ্রামবাসীর জন্য সরাসরি ডেডিকেটেড হজ ফ্লাইট চালু করায় বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে ঢাকার মতো চট্টগ্রাম থেকেও ‘রুট টু মক্কা’ সেবার আওতায় সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিমানের মহাব্যবস্থাপক বিপণন জনাব মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সম্মানিত হজযাত্রীদের পবিত্র ভূমির উদ্দেশ্যে যাত্রাকে সহজ ও নির্বিঘ্ন করতে বিমানের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বিমান ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে ‘রুট টু মক্কা’ সার্ভিস চালুর বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে বিমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।