প্রেস রিলিজ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২০
বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত “মাত্র দুইজন যাত্রী নিয়ে কাতার গেল বিমানের ফ্লাইট” সংবাদ শিরোনামে বিমানের ব্যাখ্যাঃ-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২০) লেবাননে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরত আনয়নের লক্ষ্যে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। ঢাকা - দোহা ফ্লাইটে মুলত কার্গো এবং বৈরুত-ঢাকা যাত্রী পরিবহণ করা হয়েছে। বিশেষ অনুমতিতে ০২ জন যাত্রী ও ৩১,১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৪০২৫। ফেরার পথে বৈরুত হতে ৪০৮ জন যাত্রীসহ বিজি-৪০২৬ ঢাকায় পৌঁছায় । উল্লেখ্য, বিমান বোয়িং-৭৭৭ এর মাধ্যমে আটকে পড়া বাংলাদেশীদের বৈরুত থেকে ঢাকায় আনয়নের জন্য এটি ছিল ৬ষ্ঠ ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পক্ষে
তাহেরা খন্দকার,
উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ