গত ১২ নভেম্বর ২০২৩ তারিখ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি স্টাফ বাসে করে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন ক্লিনিং স্টাফ জনাব মানিক চন্দ্র দাস ও জনাব রাজেন্দ্র দাস সহ আরও কয়েকজন বিমানকর্মী। রাত সাড়ে ১১টার দিকে বাসটি বনানিতে পৌঁছালে বাহির থেকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ক্লিনিং স্টাফ জনাব মানিক চন্দ্র দাস ও রাজেন্দ্র দাস দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মানবিক দিক বিবেচনায় বিমান ম্যানেজমেন্ট ক্ষতিগ্রস্ত ২ জন বিমান কর্মীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ ২৭ নভেম্বর বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ক্লিনিং স্টাফ জনাব মানিক চন্দ্র দাস ও জনাব রাজেন্দ্র দাস এর পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম বলেন, বিমানকর্মীগণ সার্বক্ষণিক জরুরি পরিষেবায় নিয়োজিত রয়েছে। সকল প্রকার প্রতিবন্ধকতা সত্ত্বেও যাত্রীদের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিমান সেবা চালু রাখা হয়েছে। নিরীহ মানুষকে টার্গেট করে এ ধরণের সহিংসতা কখনো কাম্য নয়। তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
ভুক্তভোগী পরিবারের সদস্যগণ তাদের পাশে থাকার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কে ধন্যবাদ জানান।